সমীর দাস, কলকাতাঃ অ্যাডভান্স ডিসিটি প্রোডাকশন হাউসের পরিচালনায় প্রয়াত অভিনেতা অভিষেক চ্যাটার্জির অভিনীত বাংলা চলচ্চিত্রের শেষ সিনেমা “ড্রাগন অভিযান।” তার শুভ মুক্তি হল নিউটনের নজরুলতীর্থে প্রেক্ষাগৃহে। দেবজ্যোতি অধিকারী প্রযোজনায় ও কাহিনী- চিত্রনাট্য ও পরিচালনায় নয়ন মন্ডলের ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর “ড্রাগন অভিযান” প্রথম দিনেই হাউসফুল।
এই সিনেমায় অভিষেক চ্যাটার্জী ছাড়াও রাজু মজুমদার, শুভদীপ, জয় প্রবীর ও অন্যান্য কলাকৌশলী রয়েছেন। উক্ত প্রিমিয়ারে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্রের প্রবীণ অভিনেতা বিপ্লব চ্যাটার্জী ও সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য এবং গণমাধ্যম প্রচার সচিব যোগীরাজ এডমিডিয়ার কর্ণধার সমীর দাস ও অন্যান্য অতিথিবৃন্দ।
Social