টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ স্বামী দুর্গেশানন্দজি মহারাজের মঙ্গল স্তোত্র পাঠের মধ্য দিয়ে ৯ নভেম্বর শিশু দিবসের প্রাক্কালে ২৫ জন অপুষ্ট দুঃস্থ শিশুকে নিয়ে এক অভিনব অন্নপ্রাশনের আয়োজন করল বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি। বুধবার পূর্ব বর্ধমানের বড়বৈনানের হাট তলায় এই অন্নপ্রাশনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত শিশুদের হাতে এক মাসের সুষম আহার অর্থাৎ ছাতু, সুজি এবং চিনা বাদাম তার সাথে আরও কিছু নতুন পোশাকও তুলে দেওয়া হয়। যা পেয়ে ওই সকল শিশুদের মুখে এক টুকরো মিষ্টি হাসি দেখা গেল। শিশুদের পাশাপাশি মায়েদের হাতেও টাটকা ফল তুলে দেওয়া হয়।
এদিনের অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল মায়েদের শিশুপুষ্টি নিয়ে সচেতন করা। পাশাপাশি এদিন উপস্থিত দুর্গেশানন্দজি মহারাজ জানান, পুষ্টি সচেতনতার জন্য এমন অনুষ্ঠানের আয়োজন করলে অপুষ্টিতে ভোগা শিশুদের সংখ্যা কমবে।
এদিনের অনুষ্ঠানে দুর্গেশানন্দজি মহারাজ ছাড়াও উপস্থিত ছিলেন, সোসাইটির সদস্য প্রলয় মজুমদার, চৈতালী ঘোষ, দ্যুতি কোনার , ঐন্দ্রিলা সাধুখাঁ সহ সোসাইটির সকল সদস্যরা।
Social