টুডে নিউজ সার্ভিস, হুগলিঃ হুগলি জেলায় বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাট অর্থাৎ যেখান থেকে ভক্তরা বাঁক কাঁধে জল নিয়ে ৩৪ থেকে ৩৬ কিলোমিটার পায়ে হেঁটে তারকেশ্বর ধামে যায় সেখানে শিব ঠাকুরের মাথায় জল ঢালে। মঙ্গলবার দেখা গেল সেই নিমাই তীর্থ ঘাটে ভক্তদের ভিড় তারা স্নান করে জল নিয়ে পায়ে হেঁটে তারকেশ্বর যাচ্ছে। এদিন তারকেশ্বরে বাবার মন্দিরে বাবার মাথায় জল ঢালার জন্য ভক্তের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন মন্দিরের পুজারী জানান, এই লকডাউনে তারকেশ্বর মন্দির খোলা ছিল কিন্তু গর্ভগৃহ বন্ধ ছিল আজ শিবরাত্রিতে সেই গর্ভগৃহ খুলে দেয়া হলো ভক্তদের জন্য। ভক্তরা উপোস করে শেওড়াফুলি থেকে জল নিয়ে প্রার্থনা জানিয়ে বাবার মাথায় জল ঢালছেন।
এদিন মন্দিরে আসা ভক্তদের মুখ থেকে শোনা গেল, তারা ভীষণ খুশি এই তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে পেরে।