অর্ঘ্য ব্যানার্জি, বর্ধমানঃ সোমবার সারা দেশে পালিত হচ্ছে শিক্ষক দিবসের অনুষ্ঠান। প্রতিটি স্কুলে, কলেজে বা নানা শিক্ষা প্রতিষ্ঠানে নিজের প্রিয় শিক্ষককে সম্মান জানাতে ব্যস্ত ছাত্রছাত্রীরা। ঠিক তেমনি সোমবার ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে বর্ধমান দু’ব্লকের বৈকুন্ঠপুর-২ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পাল্লা মোড়ে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে শিক্ষক দিবস পালন করা হয়।
এদিন দলীয় কার্যালয় থেকে ছাত্রছাত্রীদের হাত দিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা জানানো হয়। পাশাপাশি বিধায়কের মানপত্র তাদের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈকুন্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি, যুব সভাপতি সৌভিক পান, বৈকুন্ঠপুর-১ অঞ্চল সভাপতি শেখ আজাদ রহমান ও বৈকুন্ঠপুর-২ গ্রাম পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধান গোপাল বিশ্বাস, বৈকুন্ঠপুর-২ অঞ্চল সভাপতি অনুপম ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।