মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ আনন্দ যেন নিরানন্দে পরিণত হলো। পিকনিক করতে এসে অজয় নদীর জলে ডুবে মৃত্যু হল এক ছাত্রের। ছাত্রের নাম সন্দীপ বারুই (২০)। জানা যায়, বেনাচিতি বিদ্যাসাগর পল্লী থেকে কুড়িজন ছাত্র নিয়ে এক টিউশন শিক্ষক পশ্চিম বর্ধমানের দেউল পার্কের পিকনিক করতে আসে। রান্নাবান্না চলছিল এই রকম সময় পার্কে এবং নদীতে বেড়াচ্ছিল বেশ কিছু ছাত্র।
সমস্ত খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন্ট করুন : https://chat.whatsapp.com/
ছাত্র সুদীপ রুইদাস জানান, নদীর মধ্যে বেশ কিছু ছেলে ছবি তুলছিল। এমত অবস্থায় স্নান করার উদ্দেশ্যে হঠাৎ জলে ঝাঁপ মারে ওই যুবক সঙ্গে সঙ্গে সে তলিয়ে যায়। বাকি সহপাঠীকে জলের মধ্যে দেখতে না পেয়ে স্থানীয়দের ডাকে এবং থানায় খবর দেয়। স্থানীয়রা জলে নেমে প্রায় এক ঘন্টার চেষ্টায় ঐ যুবকের মৃতদেহ উদ্ধার করে। জয়দেব কেন্দুলী ফাঁড়ির পুলিশ মৃতদেহটিকে বোলপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।