শান্তিনিকেতনের পৌষ মেলার আদলে অনুষ্ঠিত হতে চলেছে শান্তিনিকেতন পুষবঙ্গা মেলা

Burdwan Today
1 Min Read

 

মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ পৌষ তোদের ডাক দিয়েছে, আয়রে চলে আয় আয় আয়… হ্যাঁ ঠিকই কিন্তু এবারের শান্তিনিকেতনের পৌষ মেলার মাঠে মেলা নিয়ে শুরু হয়েছে দ্বন্দ্ব। আদৌ মেলা হবে সে নিয়ে ও দুশ্চিন্তায় সকল স্তরের মানুষজন। আর তারি মাঝে এবার পৌষ মেলার ডাক দিল শান্তিনিকেতন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। পৌষ মেলার মতনই যাবতীয় সমস্ত সংস্কৃতি কালচার মেনেই করা হবে মেলা। পাশাপাশি এদিকেও নজর দেওয়া হচ্ছে যেহেতু মেডিকেল কলেজে মেলা তাই সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত স্থলও দেখা যাবে এই মেলায়। ব্যবসায়ীদের জন্য রয়েছে বিভিন্ন রকমের চমক। 

মেডিকেল কলেজের কর্তৃপক্ষ মলয় পিঠ জানান, আমরা আগেই ঘোষণা করেছিলাম যে আমরা ধর্মীয় রীতি মেনে দুর্গা পুজোর মতই  আদিবাসীদের সহরায় ফেস্টিভ্যাল বা বাদনা পরবকেও সর্বজনীন করবো। আদিবাসী সম্প্রদায়ের মানুষদের পরামর্শে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে আমরা আগামী ১০-১৫ জানুয়ারী, ২০২৩ পর্যন্ত মহাসমারোহে সেই উৎসব পালন করতে চলেছি। এই উপলক্ষেই আমরা আয়োজন করতে চলেছি “শান্তিনিকেতন পুষবঙ্গা মেলা”রও। গ্রামীণ মানুষ, প্রান্তিক মানুষ এবং আদিবাসীরাই এই মেলার মূল প্রাণ। মেডিকেল কলেজ ও হাসপাতালের পার্শ্ববর্তী অঞ্চলে আমরা এই মেলার আয়োজন করব। আগ্রহী হস্তশিল্পী, ক্ষুদ্র ব্যবসায়ীদের সম্পূর্ণ বিনামূল্যে মেলা উপলক্ষে স্টল প্রদান করা হবে। এই অনুষ্ঠানে আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও থাকছে স্বাস্থ্য ক্ষেত্রে বিভিন্ন পর্যায় নিয়ে আলোচনা সভা। 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *