টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ সূর্যদেবকে আরাধনার পুজো ছট পুজো। ধুমধাম সহকারে পালিত হল কার্তিকী ছট। চৈত্র মাসে হয় চৈতি ছট। সাতসকালে উদিত সূর্য এবং সন্ধ্যায় অস্তমিত সূর্যদেবকে আরাধনা করে নদীর ঘাট সহ বিভিন্ন জলাধারে ছট পুজো করা হয়। যেমন সদরঘাট, বাঁকা ঘাট, এবং বর্ধমান শহরে অন্যান্য পুকুর ঘাটে পালিত হল। কুলো ডালিতে কলা ফল মূল সহ মিষ্টান্নাদি নিবেদন করা হয় সূর্যদেবকে।
এদিন দামোদর নদীর সদরঘাটে ছট পূজা ওয়েলফেয়ার সমিতির পরিচালনায় দেখা গেল ছট পুজো করতে ভক্তদের। এছাড়াও আলমগঞ্জ, বাবুরবাগ, সূর্য্য নগর, সহ অন্যান্য জায়গায় ছট পুজো ধুমধামের সঙ্গে পালিত হলো। বিভিন্ন জাতি ধর্মের মানুষ ছট পুজোয় একসঙ্গে মিলিত হয়। কিন্তু, ছট পুজোর চেহারা আগের থেকে অনেক বদলেছে। এখন আরও বেশি প্রসারিত ও জাঁকজমক সহকারে পালিত হয় ছট পুজো। পুজোর শেষে আত্মীয় পরিজন প্রতিবেশীদের প্রসাদ বিতরণ করা হয়ে থাকে। ৩৬ ঘন্টা ধরে কঠোর ব্রত পালন করে বলে জানান জানা যায়।
Social