শঙ্কু কর্মকার, কাটোয়াঃ ১৯৯৭ সালের ১৪ মার্চ ল ক্লার্ক আ্যক্ট ঘোষণা হয়েছিল। তারপর থেকে প্রত্যেক বছর কাটোয়া ল ক্লার্ক আ্যশোসিয়েশন উদ্যোগে এই দিনটি ল ক্লার্ক দিবস হিসেবে পালন করা হয়। গত দুই বছর করোনা পরিস্থিতির জন্য বন্ধ থাকার পর এবছর আবার এই দিনটি উদযাপন করা হয় কাটোয়া ল ক্লার্ক আ্যশোসিয়েশনের উদ্যোগে। এই ল ক্লার্ক দিবস উদযাপন উপলক্ষে কাটোয়া কোর্ট চত্বরে কেজি-ওয়ান থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পাঠরত কচিকাঁচা পড়ুয়াদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এই দিনের অঙ্কন প্রতিযোগিতা কাটোয়া মহকুমা অন্তর্গত বিভিন্ন এলাকার ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের বয়স অনুযায়ী তিনটি গ্রুপে ভাগ করা হয়। এই প্রতিযোগিতায় বিজয়ীদের আগামী ২ এপ্রিল পুরস্কৃত করা হবে। এই দিন কাটোয়া কোর্ট চত্বরে আয়োজিত অঙ্কন প্রতিযোগিতা দেখতে ভিড় জমান ছাত্র-ছাত্রীদের অভিভাবক সহ অনেক সাধারণ মানুষ।
Social