টুডে নিউজ সার্ভিসঃ শনিবার নতুন করে ভোজ্য তেলের দাম কমানোর ঘোষণা করা হয় আদানি উইলমার, জেমিনি, ইমামির তরফে। জুলাইয়ের প্রথম সপ্তাহেই সরকার বৈঠক করে ভোজ্য তেলের দাম কমাতে নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার। আদানি এদিন ঘোষণা করে, ফরচুন সয়াবিন তেলের ১ লিটার প্যাকেটের দাম ১৯৫ টাকা থেকে কমে ১৬৫ টাকা করা হচ্ছে। ফরচুন সর্ষের তেলের দাম ২১০ টাকা প্রতি লিটার থেকে কমিয়ে ১৯০ টাকা করা হয়েছে।
ইমামিরও সয়াবিন তেলের দাম ২১৫ টাকা প্রতি লিটার থেকে কমিয়ে ১৮০ টাকা এবং ইমামির সর্ষের তেলের ২১৫ টাকা প্রতি লিটার থেকে কমিয়ে ১৯৮ টাকা করা হয়েছে।
Social