পাপু লোহার, আউসগ্রামঃ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা “আমরা চাষ করি আনন্দে। মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধে।” রবির সেই কবিতাকে সার্থকতা দেখিয়ে রবিবার প্রাক্তন বিধায়ক তথা বর্তমানে এসবিএসটিসি সেলের চেয়ারম্যান সুভাষ মণ্ডলকে দেখা গেল নিজের গ্রামের বাড়িতে অর্থাৎ নিজের বিধানসভা এলাকায় গামছা পরে কৃষকের বেশে স্থায়ীয় কৃষকদের সঙ্গে মাঠে লাঙল দিতে। গ্রামের মানুষ অবাক না হলেও রীতিমতো চমকে গেছেন বাইরের মানুষ। সোশ্যাল মিডিয়ায় সুভাষ মণ্ডল চাষ জমিতে নেমে চাষ করা দেখে সকলেই অবাক। তিনি সাধারণ কৃষক পরিবারের ছেলে এবং মাটির মানুষ যার জন্যেই স্বভাবতই খুশি সারা রাজ্যের মানুষ।
এদিন সুভাষ মণ্ডল জানান, চাষের জমিতে নেমে চাষ করাটা আজকের কোনো নতুন কথা নয়, আমি গ্রামের ছেলে ছোট থেকে মানুষ হয়েছি চাষাবাদ নিয়ে তাই চাষ করাটা আমার কাছে নতুন কিছু নয় প্রতিবছর নিজের বাড়ির জমি আমি নিজেই যতটা সম্ভব পারি মাঠে নেমে চাষ করি। বিধায়ক চেয়ারম্যান রাজনীতি সেসব পরে তার আগে আমি গ্রামের ছেলে আমি চাষী এটাই জানালেন প্রাক্তন বিধায়ক ও বর্তমানে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান।