রবিশঙ্কর ঘোষ, বীরভূমঃ শান্তিনিকেতন রতন কুটি অতিথি শালায় যে অস্থায়ী সিবিআই ক্যাম্প রয়েছে সেখানে সিবিআই আধিকারীরা অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠদের ফের জিজ্ঞাসাবাদে জন্য রতন কুটি অস্থায়ী ক্যাম্পে ডেকে পাঠান।
বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল করিম খানকে এর আগেও তাকে ক্যাম্প অফিসে ও নিজাম প্যালেসে চারবার জেরা করা হয়েছে ও ইলামবাজার তৃণমূল কংগ্রেস নেতা জাফারুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রসঙ্গত, ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত জাফারুল বাবু তৃণমূল কংগ্রেস ইলামবাজার ব্লক সভাপতি ছিলেন।
এছাড়াও অনুব্রত মণ্ডল লটারির পুরস্কারের প্রাপ্ত অর্থ মূল্য নিয়ে সিবিআই যে তদন্তে নেমেছেন তদন্তের অগ্রগতির জন্য এদিন লটারি কাউন্টার এজেন্সিকে জিজ্ঞাসাবাদ করা হয় রতন কুটি অতিথি শালার অস্থায়ী ক্যাম্পে।