শঙ্কু কর্মকার, কাটোয়াঃ ১৯৯৭ সালের ১৪ মার্চ ল’ক্লার্ক আ্যক্ট ঘোষণা হওয়ার পর থেকে কাটোয়া ল’ক্লার্ক আ্যশোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ল’ক্লার্ক দিবস পালন করা হয়। করোনার কারনে দু’বছর এই অনুষ্ঠান বন্ধ ছিল। এই বছর পুনরায় এই অনুষ্ঠানের আয়োজন করেছে কাটোয়া ল’ক্লার্ক আ্যশোসিয়েশন। শনিবার এই অনুষ্ঠান উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেই সঙ্গে এই দিন কাটোয়া ল’ক্লার্ক আ্যশোসিয়েশনের পক্ষ থেকে কলকাতা হাই কোর্টের বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। প্রসঙ্গত, উল্লেখ্য কলকাতা হাই কোর্টের বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত জন্ম সূত্রে কাটোয়ার ভূমিপুত্র। কাটোয়া মহকুমার কেতুগ্রাম থানার অন্তর্গত ঝামটপুর তার জন্মভূমি।
এই দিন কাটোয়া ল’ক্লার্ক আ্যশোসিয়েশনের উদ্যোগে মহকুমা আদালত চত্বরে আয়োজিত রক্তদান শিবিরে ৪০ জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদান শেষে প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে মেমেন্টো ও টিফিন তুলে দেওয়া হয়।
এই দিনের অনুষ্ঠানে গত ২৭ মার্চ কাটোয়া ল’ক্লার্কের উদ্যোগে অনুষ্ঠিত অঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত, জেলা জর্জ শোভন কুমার মুখোপাধ্যায়, জেলা রেজিস্টার কুন্তল ভট্টাচার্য , অতিরিক্ত জেলা দায়রা জর্জ সুকুমার সূত্রধর, অতিরিক্ত জেলা দায়রা জর্জ দ্বিতীয় আদালত মধুছন্দা বোস, অতিরিক্ত জেলা ফার্স্ট ট্রাক, হৈমন্তিকা সুন্দার এ.সি .জি.এম, বিশ্বনাথ প্রামানিক সিনিয়র ডিভিশন সিভিল জর্জ, সায়নী মুখার্জী জে. এম সেকেন্ড কোর্ট, সংযুক্ত ভট্টাচার্য জে.এম থার্ড কোর্ট, শৈলজা শঙ্কর মিশ্র জে.এম ফোর্থ কোর্ট, পামেলা গুপ্ত সিভিল জর্জ জুনিয়র ডিভিশন ফার্স্ট কোর্ট, দেবায়ন গাঙ্গুলি সিভিল জর্জ জুনিয়র ডিভিশন সেকেন্ড কোর্ট, কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী, কাটোয়া কলেজের অধ্যক্ষ ডঃ নির্মলেন্দু সরকার, কাটোয়া পৌরসভার পৌর প্রধান সমীর কুমার সাহা, ল’ক্লার্ক আ্যশোসিয়েশনের রাজ্য কমিটির চেয়ারম্যান চঞ্চল কুমার ঘোষ সহ কাটোয়া পৌরসভার সমস্ত কাউন্সিলর ও কাটোয়া মহকুমা আদালতের আইনজীবীগণ।