অর্ঘ্য ব্যানার্জি, বর্ধমানঃ পূর্ব বর্ধমানের দু’নম্বর জাতীয় সড়কের বর্ধমানগামী সড়কে শুক্রবার রাস্তা পারাপার করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে এক পথচারী। জানা যায় তিনি পূর্ব বর্ধমানের বর্ধমান-২ ব্লকের জোতরামের বাসিন্দা, রাস্তা পারাপারের সময় বর্ধমান গামী একটি ৪ চাকা তাকে ধাক্কা মেরে চলে যায়। তিনি রাস্তায় পড়ে থাকেন রাস্তার পাশে ডিউটিরত এক সিভিক ভলেন্টিয়ার তাকে উদ্ধার করে এবং শক্তিগড় থানার পুলিশ এসে তাকে অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। জানা যায় ওই গাড়ির ধাক্কায় তার হাত ও পায়ে চোট লাগার পাশাপাশি পা ভেঙে গেছে।
ওই এলাকারই এক স্থায়ী বাসিন্দা জানান, সামনে রয়েছে জোতরাম হাই স্কুল এবং পোস্ট অফিস থেকে শুরু করে গাংপুর রেলস্টেশন, যেতে গেলে এপার থেকে ওপার আমাদের জাতীয় সড়ক পার হতেই হয়। প্রায়ই সময় এখানে সড়ক পারাপার করতে গিয়ে দুর্ঘটনায় ঘটে। তাই অবিলম্বে এখানে যদি এক সাবওয়ে করা হয় তাহলে দুর্ঘটনা কিছুটা কমবে বলে আশা করছি।
Social