Breaking News

রাস্তায় আলু ফেলে জাতীয় সড়ক অবরোধ

 

 অর্ঘ্য ব্যানার্জি, শক্তিগড়ঃ গোদের ওপর বিষফোঁড়া। একদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে নষ্ট হয়েছে আলু, ফের নতুন করে আলু রোপণ করেছে চাষীরা। এবার সেই আলু জমিতে ডিভিসির জল ঢুকে যাওয়ায় নষ্টের পথে ফসল। 

সূত্রে জানা যায়, এনএইচ সম্প্রসারণের কাজ চলছে তার ফলে রাস্তার পাশে যে ড্রেন ছিল সে ড্রেন সংকীর্ণ হয়ে বা প্রায় বুজে যাওয়ার পথে। কিন্তু, হঠাৎ করে ডিভিসি জল ছাড়ায় সেই জল আলু জমিতে ঢুকে যায় ফলে মাঠেই আলু নষ্ট হওয়ার পথে। তারই প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সকালে শক্তিগড় ও আমড়ার মাঝামাঝি এনএইচ-এ আলু ফেলে অবরোধে সামিল হয় চাষিরা। যার ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। ‌ ঘটনাস্থলে শক্তিগড় থানার পুলিশ গিয়ে এনএইস সম্প্রসারণের কাজে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে। এমনকি চাষিরা সকলে মিলে বর্ধমান ২ ব্লকের বিডিওর কাছে গিয়ে ক্ষতিপূরণের জন্য আবেদন জানাবেন বলেও জানা যায়। পরক্ষনে চাষিরা অবরোধ তুলে নেয়।

About Burdwan Today

Check Also

এলাকায় অশান্তি পাকানোর চেষ্টায় মন্তেশ্বরে গ্রেফতার ৩

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ এলাকায় অশান্তির পাকানোর চেষ্টার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *