Breaking News

রায়নায় দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য

কল্যাণ দত্ত, রায়নাঃ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো পূর্ব বর্ধমান জেলার রায়না দু’নম্বর ব্লকের গোতান অঞ্চলের বারহাটি গ্রামে। জানা গেছে ওই গ্রামেরই বাসিন্দা তাহের আলী মিদ্দা-র একটি মুদিখানা দোকান ছিল স্থানীয় বাজারে। রাতে ওই মুদিখানা দোকানের উপরের ছাঁদ ভেঙে প্রায় ৪০ হাজার টাকা এবং খাদ্য সামগ্রী চুরি করে দুষ্কৃতিরা বলে জানা যায়।

 মাধবডিহি থানার পুলিশ সহ এলাকার জনপ্রতিনিধিরা খবর পেতেই ঘটনাস্থলে যায় এবং ওই দোকানদার তাহের আলী মিদ্দা-কে আশ্বস্ত করে। এছাড়াও রায়না-২ ব্লকের যুব সভাপতি জুলফিকার আলী খান উপস্থিত হন এবং ওই দোকানদারের সঙ্গে কথা বলে বিষয়টি জানার চেষ্টা করেন। সমস্ত ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

About Burdwan Today

Check Also

মহিলাকে মারধরের অভিযোগে বসতপুর এলাকা থেকে গ্রেফতার ১

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ প্রতিবেশী এক মহিলাকে মারধরের অভিযোগে একজনকে গ্রেফতার করলো মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *