টুডে নিউজ সার্ভিসঃ গত ৮ সেপ্টেম্বর প্রয়াত হয়েছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে রবিবার ভারতজুড়ে একদিনের রাষ্ট্রীয় শোকপালন করা হচ্ছে। দেশের সব সরকারি দফতর, ভবন, দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং এইদিন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান দেশে পালিত হবে না। রবিবার হওয়ায় এমনিই ছুটি। কাজের দিন হলে হয়তো অতিরিক্ত একটি ছুটি পেয়ে যেতেন সরকারি কর্মীরা।
১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর সিংহাসনে বসেছিলেন তাঁর কন্যা রানি দ্বিতীয় এলিজাবেথের। তাঁর প্রয়াণে শোকের ছায়া ব্রিটেনজুড়ে। এবার রাজার আসনে বসবেন প্রিন্স চার্লস।
৭০ বছর ইংল্যান্ডের রাজ্যপাট সামলানো রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Social