টুডে নিউজ সার্ভিস, উত্তরপাড়াঃ উত্তরপাড়া ২০ নাম্বার ওয়ার্ডের সীমাপল্লী কুলিপাড়ায় দীর্ঘদিন ধরে চলছে বেআইনি মদের ব্যবসা। এলাকার মানুষদের অভিযোগ যে, রাতে মহিলারা বাইরে বেরোতে পারছে না প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। শুক্রবার উত্তেজিত এলাকাবাসীরা উত্তরপাড়া থানায় অভিযোগ জানায়। পুলিশ আসলে মূল অভিযুক্ত রাজু পলাতক হয়ে যায়। ইতিমধ্যে ৩ জনকে আটক করে এবং দুই পেটি মদ বাজেয়াপ্ত করেন।
যদিও অভিযুক্তর বোন আশা সিং জানান যে, তার ভাইকে ফাঁসানো হচ্ছে। খবর পেয়ে ২০ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলার ইন্দ্রজিত্ ঘোষ এলাকায় আসেন এবং উত্তেজিত মহিলারা কাউন্সিলারকে ঘিরে তাদের অভিযোগ জানাতে থাকেন। তাঁরা বলেন, দীর্ঘদিন ধরেই পুলিশকে ব্যবস্থা নিতে বলা হচ্ছে। কিন্তু কোনো লাভ হয়নি। সন্ধে হলেই বসছে মদের আসর ফলে এলাকায় বহিরাগতদের আনাগোনাও বাড়ছে। তাই অবিলম্বে এই মদের আসর বন্ধ করা হোক।
কাউন্সিলর ইন্দ্রজিত্ ঘোষকে সঙ্গে নিয়ে এলাকার মহিলা ও বাসিন্দারা উত্তরপাড়া থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
Social