অর্ঘ্য ব্যানার্জি, শক্তিগড়ঃ বুধবার ১২ জানুয়ারী স্বামী বিবেকানন্দের জন্ম দিবস এবং জাতীয় যুব দিবস। এই বিশেষ দিনে এক অভিনব উদ্যোগ নিতে দেখা গেল বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক-কে। তিনি এদিন দুঃস্থ ভবঘুরে যারা শক্তিগড় রেল স্টেশনে, রাস্তার ধারে ফুটপাতে রাত কাটায় তাদের শীতবস্ত্র প্রদান করলেন এবং ঘুমন্ত অবস্থায় যারা ছিলেন তাদের শীতের সময় একটু উষ্ণতার ছোঁয়া দিতে গরম শীতবস্ত্র গায়ে দিলেন সয়ং বিধায়ক।
এদিন বিধায়কের সাথে উপস্থিত ছিলেন এলাকা বিশিষ্ট সমাজসেবীগন। বিধায়কের এরকম উদ্যোগকে সাধুবাদ জানায় সকল মানুষজন।
Social