প্রবীর মণ্ডল, বর্ধমানঃ আজ আর রাজাও নেই, রাজন্য প্রথাও নেই। কিন্তু রাজাকে সম্মান জানিয়ে গোটা রাজ্যে যেদিন দোল উৎসবে মাতেন ঠিক তারপরের দিন দোল উৎসবে মাতেন বর্ধমানবাসী। এই প্রথা বা রীতি চলে আসছে শতাধিক বছর আগে থেকেই। শনিবার বর্ধমানে দোল উৎসব অনুষ্ঠিত হবে।
বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরের প্রধান পুরোহিত অরুণ ভট্টাচার্য জানিয়েছেন, দোল উৎসবের দিন পূর্ণিমা ধরে মন্দিরে পুজো হয় এবং দোল উৎসব শুরু হয়। রাজপরিবারের প্রথা অনুযায়ী দোলের দিন মায়ের মন্দিরে দোল উৎসব হয় এবং ঠিক তারপরের দিন বর্ধমানবাসী দোল উৎসবে মেতে ওঠেন।