Breaking News

রাজ্যে স্বাস্থ্য-পর্যটন পরিষেবায় অনন্য নজির

 

রবিশঙ্কর ঘোষ, বীরভূমঃ রাজ্যে প্রথম স্বাস্থ্য পর্যটন পরিষেবা শুরু হলো বোলপুরে। কর্তৃপক্ষের দাবি ভারতের পূর্বাঞ্চলেও এমন পদক্ষেপ এই প্রথম। বিদেশে স্বাস্থ্য পর্যটন অত্যন্ত জনপ্রিয় হলেও, আমাদের দেশে, বিশেষ করে আমাদের ও সংলগ্ন রাজ্যে গুলিতে এখন পর্যন্ত স্বাস্থ্য পর্যটন শুরু হয়নি। সেই জায়গায় শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে এই কর্মসূচী অত্যন্ত অভিনব।

শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে আজ থেকে যাত্রা শুরু করলো ‘শান্তিনিকেতন স্বাস্থ্য পর্যটন’ কর্মসূচির। এই কর্মসূচির মাধ্যমে বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষদের নিয়ে এসে সুলভে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে এই হাসপাতালে। সেই সঙ্গে ঘুরিয়ে দেখানো হবে শান্তিনিকেতনও।

শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে যে মূলত সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ ও প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষদের কাছে এই সুবিধা প্রাথমিকভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।

সমাজে অনেক মানুষ রয়েছেন যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছেন, তাদের কাছে এখনো পর্যন্ত উন্নত স্বাস্থ্যপরিসেবা পৌঁছইনি। 

অর্থনৈতিক কারণের জন্যই কোথাও বেড়াতে যাওয়াটাও তাদের কাছে বিলাসিতা। অথচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে শারীরিক সুস্থতাই সুস্থতার শেষ মাপকাঠি নয়, মানসিকভাবেও প্রত্যেক মানুষকে সুস্থ থাকতে হবে। মানুষকে মানসিকভাবে সুস্থতা দিতে বেড়াতে যাওয়ার কোন বিকল্প নেই।

পর্যটন মানচিত্রে বীরভূম জেলা ও শান্তিনিকেতন একটি উজ্জ্বল জায়গা। শান্তিনিকেতনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বীরভূম জেলায় বেশ কিছু নতুন পর্যটন ক্ষেত্র গড়ে উঠেছে।

“আমাদের লক্ষ্য শান্তিনিকেতনকে কেন্দ্র করে এবং আমাদের স্বাস্থ্য পরিষেবাকে যোগ করে একটি নতুন ক্ষেত্র গড়ে তোলার সেই জন্যই আমরা শান্তিনিকেতন স্বাস্থ্য-পর্যটন কর্মসূচি গ্রহণ করেছি,” বলে জানান শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের এক আধিকারিক।

সংস্থার সভাপতি মলয় পীট জানান, “আমাদের হাসপাতাল থেকে বাস রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে পৌঁছবে। সেখান থেকে উপভোক্তাদের এখানে সুলভে নিয়ে আসা হবে। তাদের চিকিৎসা করার, থাকা খাওয়ার সব ব্যবস্থাই অত্যন্ত কম খরচে করা হচ্ছে। শুধু তাই নয়, ধার্য খরচের একটা বড় অংশ আমাদের তরফ থেকে বর্তমানে ভর্তুকি দেওয়া হবে।”

সংস্থার পক্ষ থেকে জানানো হয় এদিন বাস নদীয়ার করিমপুর গেছে, আগামীকাল বৃহস্পতিবার সকালে করিমপুর থেকে যাত্রা শুরু করে তেহট্ট, পূর্বস্থলী হয়ে মেডিকেল কলেজ ও হাসপাতালে ফিরে আসবে। তারপর তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া ও শান্তিনিকেতন ঘোরানোর ব্যবস্থা করা হবে।

জেলা তথা রাজ্যস্তরে প্রথম এই অভিনব উদ্যোগ সর্বসাধারণের জন্য করা হল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নির্দিষ্ট দিনে বিনা খরচে বাস পরিষেবার মাধ্যমে যাতায়াত। সুলভে থাকা খাওয়ার ব্যবস্থা, অভিজ্ঞ চিকিৎসকের দ্বারা স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসার ফাঁকে শান্তিনিকেতন ভ্রমণের অপূর্ব সুযোগ। এর ফলে, একদিকে চিকিৎসার হয়রানি থেকে রেহাই মিলবে, অন্যদিকে সুযোগ থাকবে শান্তিনিকেতন ভ্রমণ করার।

About Burdwan Today

Check Also

এলাকায় অশান্তি পাকানোর চেষ্টায় মন্তেশ্বরে গ্রেফতার ৩

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ এলাকায় অশান্তির পাকানোর চেষ্টার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *