টুডে নিউজ সার্ভিসঃ রাজ্যে ক্রমশ চড়ছে করোনা সংক্রমণের গ্রাফ। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই কড়া বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী, জানুয়ারির ১৫ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। একইসঙ্গে বন্ধ রাখা হয়েছিল সেলুন, বিউটি পার্লার, স্পা ও সুইমিং পুল-ও। তবে রবিবার এই নির্দেশিকা জারি করার পর একাধিকবার সেই নির্দেশিকায় সংশোধন আনা হয়েছে। এবার শনিবার ফের প্রকাশিত হল নতুন সংশোধিত নির্দেশিকা। যে নির্দেশিকায় শর্তসাপেক্ষে একাধিক ছাড় দেওয়া হয়েছে।
শনিবার প্রকাশিত রাজ্য সরকারের নয়া নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে খোলা যাবে সমস্ত স্পা, সেলুন এবং বিউটি পার্লার। তবে এক্ষেত্রে মানতে হবে একাধিক নিয়ম। এই সকল নিয়মের মধ্যে অন্যতম হচ্ছে, দোকানে ভিড় করা যাবে না। ৫০ শতাংশ গ্রাহকদের নিয়ে পরিষেবা। এছাড়াও নয়া নির্দেশিকায় জানানো হয়েছে, গ্রাহক ও কর্মীদের সম্পূর্ণরূপে টিকা নেওয়া থাকতে হবে। পাশাপাশি মেনে চলতে হবে সমস্ত কোভিড বিধি নিয়ম। প্রতিদিন দোকান স্যানিটাইজ করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। অন্যান্য দোকান গুলির মতোই রাত ১০টা পর্যন্ত সেলুন বা পার্লার খোলা রাখা যাবে বলে জানানো হয়েছে।
Social