টুডে নিউজ সার্ভিসঃ রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির মাঝেই এবার রাজ্যের মন্ত্রীর স্বাক্ষর করা লেটার প্যাড নকল। অভিযোগ দীর্ঘদিন ধরে মোটা টাকায় মন্ত্রী মলয় ঘটকের স্বাক্ষর করা লেটার প্যাড বিক্রি করে রোজগার করছিলেন ইসিএলের এক কর্মী। অভিযোগ প্রকাশ্যে আসতেই সক্রিয় হয় পুলিশ এবং তার বিরুদ্ধে পদক্ষেপ নেয়। আসানসোলের জামুড়িয়ার পানিহাটি থেকে ইসিএলের এক কর্মীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম রণজিৎ রায়।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই তিনি বিভিন্ন মানুষকে সুবিধা পাইয়ে দেওয়ার টোপ দিয়ে মোটা টাকায় মন্ত্রীর স্বাক্ষরিত লেটার প্যাড বিক্রি করতো। পুলিশ খতিয়ে দেখে আরও জানতে পেরেছে মন্ত্রীর সাক্ষর থেকে শুরু করে যে স্টাম্প দেওয়া হত তা সবই ভুয়ো এবং ধৃতের কাছ থেকে বেশ কয়েকটি লেটার প্যাড-সহ স্টাম্প উদ্ধার করেছে পুলিশ।
Social