জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ বাঙালির একটি শ্রেষ্ঠ উৎসব রাখি বন্ধন উৎসব। প্রতিবছর দোল পূর্ণিমা তিথিতে রাখি বন্ধনের মধ্য দিয়ে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বার্তা সুদৃঢ় হয়। রাখি বন্ধন উৎসবকে মাথায় রেখে মন্তেশ্বরের শুশুনিয়া অঞ্চলের বৃহন্নলা সম্প্রদায়ের কয়েকজন এদিন মন্তেশ্বর ব্লক চত্বরে উপস্থিত হয়ে মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাসকে রাখি পরান। তার সঙ্গে রাখি পরান মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আহমেদ হোসেন শেখ সহ মন্তেশ্বর ব্লকের অন্যান্য আধিকারিকদের।
তাদের মানুষজনের দাবি, বিডিও গোবিন্দ দাসের প্রচেষ্টায় ও সহযোগিতায় আজ আমরা সামাজিক স্বীকৃতি পেয়েছি এবং নিজস্ব রেশন কার্ড আধার কার্ড ভোটার কার্ড সহ বিভিন্ন পরিচয় পত্র হয়েছে। তৃতীয় লিঙ্গের মানুষজনকে নিয়ে একটি স্বয়ম্ভর গোষ্ঠীও তৈরি করে দিয়েছেন। যে গোষ্ঠীর মাধ্যমে সরকারি সহযোগিতায় হাঁস, মুরগি পালন থেকে শুরু করে বিভিন্ন পশু পালনের মাধ্যমে তারা স্বনির্ভর ও স্বয়ংসম্পূর্ণ হতে পারে।
তাই ওই সমস্ত বৃহন্নলা অর্থাৎ তৃতীয় লিঙ্গের মানুষজনে দাবি, বিডিও সাহেব যেভাবে তাদের সামাজিক স্বীকৃতি প্রদান করে সমাজের কাছে মাথা তুলে চলবার মত ব্যবস্থা করে দিয়েছেন সে কথা মাথায় রেখেই আজ এই পবিত্র দিনে বিডিও সাহেবকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করার জন্য এদিন তারা সমবেত হয়ে বিডিও সাহেবকে রাখি পরিয়েছেন।
Social