Breaking News

রয়েছে দোতলা বাড়ি তবুও আবাস যোজনার তালিকায় নাম, তালিকা থেকে ভাইয়ের নাম কাটালেন গড়বেতার তৃণমূল নেতা

 

টুডে নিউজ সার্ভিস, পশ্চিম মেদিনীপুরঃ এ যেন দুর্নীতির আবহে স্বচ্ছতার বার্তা দেওয়ার চেষ্টা। আবাস যোজনার তালিকা থেকে নিজের ভাইয়ের নাম বাতিলের আবেদন করলেন তৃণমূলের ব্লক সভাপতি নিজেই। অবশেষে সেই নাম বাতিল হয়।

 শনিবার পঞ্চায়েতের সরকারি আধিকারিকেরা গিয়েছিলেন গড়বেতা ১ ব্লকের বড়মুড়া অঞ্চলের ফুলবেড়িয়ার বনকাটা গ্রামে। ব্লকের তৃণমূল সভাপতি সেবাব্রত ঘোষের ভাই সত্যব্রত ঘোষের দোতলা পাকা বাড়ি রয়েছে এই গ্রামেই। আবাস যোজনার তথ্য যাচাইয়ে আসা সরকারি কর্মীদের কাছে গিয়ে নিজের ভাইয়ের নাম বাতিলের আবেদন করেন তৃনমুলের গড়বেতা-১ ব্লকের সভাপতি সেবাব্রত ঘোষ৷ সত্যব্রতর চাষের সামান্য কৃষিজমি আছে। সেটাই আয়ের উৎস। তিন ছেলে মেয়ে, স্ত্রী, মাকে নিয়ে থাকেন তিনি। তিনি তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সেবাব্রতের ভাই হলেও সক্রিয়ভাবে রাজনীতি করেন না। দাদার দলের সমর্থক মাত্র। ২০১৮ সালে আবাস যোজনার সমীক্ষায় তাঁর নামই উঠেছিল তালিকায়। তখনও তাঁর মাটির বাড়ি ছিল। এখন সেই তালিকা ধরে ধরে উপভোক্তাদের তথ্য যাচাই চলছে পঞ্চায়েত, ব্লক, জেলা স্তরে। সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ছবি তুলছেন। শনিবার সেই কাজেই বনকাটা গ্রামে গিয়েছিলেন শ্যামনগর পঞ্চায়েতের সরকারি আধিকারিকেরা। 

এ বিষয়ে সত্যব্রত বাবু বলেন, তিনি কখনওই বাড়ির জন্য আবেদন করেননি৷ কেউ বা কারা চক্রান্ত করে তার নাম তালিকা ভুক্ত করেছেন যাতে তার দাদার বদনাম হয় ৷ কারণ তার দাদা শাসক দলের প্রতিনিধি।

About Burdwan Today

Check Also

কার্তিক লড়াইকে ঘিরে জমজমাট কাটোয়া

রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সকলের কাছে সব থেকে বড় পুজো হল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *