পাপু লোহার, কাঁকসাঃ রক্তের সংকট মেটাতে কাঁকসার হাটতলায় ভ্রাম্যমাণ বাসে রক্তদান শিবিরের আয়োজন হলো রবিবার। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বিজ্ঞান কেন্দ্র, পানাগড় ভলান্টিয়ার্স ব্লাড ডোনার্স ফোরাম ও দুর্গাপুর সাব ডিভিশন ভলান্টিয়ার্স ব্লাড ডোনার্স ফোরাম ও কাঁকসা জি জি এম পি ক্লাবের সহযোগিতায় এদিন ভ্রাম্যমাণ বাসে রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। এদিন রক্তদান শিবিরের আগে আগামী ২৫ থেকে ২৭ মার্চ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের রাজ্য সম্মেলনকে সফল করতে রণডিহা মোড় থেকে হাটতলা পর্যন্ত পদযাত্রা করা হয়। পদযাত্রায় যোগ দেন পানাগড় ভলান্টিয়ার ব্লাড ডোনার্স ফোরামের সদস্যরা, দুর্গাপুর ভলান্টিয়ার্স ব্লাড ডোনার্স ফোরামের সদস্যরা, কাঁকসা গ্রাম পঞ্চায়েত প্রধান শুক্লা সিং, পানাগড় বাজারের একতা সংঘ ক্লাবের সদস্যরা, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যরা, সহ বিভিন্ন স্তরের মানুষেরা।
এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক কবি ঘোষ, দুর্গাপুর ভলান্টিয়ার্স ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক রাজেশ পালিত, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায় বিজ্ঞান কেন্দ্রের কার্যকরী সভাপতিঅরুণ কিরণ চ্যাটার্জি, পানাগড় ভলান্টিয়ার্স ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক প্রণব শেঠ সহ বিশিষ্ট জনেরা।
ওয়েস্ট বেঙ্গল ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক কবি ঘোষ জানিয়েছেন, রক্তদান শিবির করে রক্তদাতা দের মধ্যে উৎসাহ বাড়াতে নানান ভাবে প্রচারের পাশাপাশি বিভিন্ন এলাকায় রক্তদান শিবিরের মাধ্যমে রক্ত সংগ্রহ করে রক্তের সঙ্কট মেটানোর চেষ্টা চলছে। সেই মত আজ কাঁকসার হাটতলায় ভ্রাম্যমান বাসে রক্তদান শিবিরের আয়োজন করা হয় যেখানে পুরুষ ও মহিলা মিলে ৩০ জন রক্তদাতা রক্তদান করেন। তিনি বলেন, ‘রক্তদান মহান দান, রক্তদান হলো জীবন দান, রক্তদানের মত পুণ্য আর কিছুই নেই।’ তাই যিনি রক্ত দিয়ে অন্য জনের প্রাণ বাঁচাচ্ছেন তিনিও একজন প্রকৃত হিরো। তাই সকল স্তরের মানুষকে স্বেচ্ছায় এগিয়ে এসে রক্তদান করার আবেদন জানিয়েছেন তিনি। পানাগড় ভলেন্টিয়ার্স ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক প্রণব শেঠ জানিয়েছেন, পানাগড়ের মানুষকে রক্ত দানের প্রতি উৎসাহ বাড়াতে তারা এই পদযাত্রার আয়োজন করেছেন। এই পদযাত্রা থেকে পানাগড়ের সাধারণ মানুষদের রক্তদানের প্রতি উৎসাহ বাড়িয়ে সকলকে এগিয়ে এসে রক্তদান করার জন্য আহ্বান জানানো হয়।
পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার্স ব্লাড ডোনার্স ফোরামের যে রাজ্য সম্মেলন রয়েছে সেই রাজ্য সম্মেলনকে সফল করার উদ্দেশ্য নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রচারের উদ্যেশ্যে আজকের তাদের এই পদযাত্রা বলে জানিয়েছেন তিনি।
Social