Breaking News

রং নাম্বারে ফোন আসাকে কেন্দ্র করে বচসা, প্রতিবেশীর কাছে মার খেল পরিবার

 

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বুধবার পূর্বস্থলী থানার অন্তর্গত কালীনগর বাগানে পাড়া এলাকায় একটি রং নাম্বারে ফোন আসাকে কেন্দ্র করে প্রতিবেশীর সাথে বচসার জেরে মারধর, গুরুতর জখম অবস্থায় কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ইমরান আলী নামের এক ব্যক্তি। তাঁর স্ত্রী পারমিনা বিবি মা আঙ্গুরা বিবি এবং মামি মমতাজ বিবিও ঘটনায় অল্পবিস্তর জখম হয়েছেন‌। আক্রান্ত ইমরান আলীর স্ত্রী পারভিনা বিবি তিনি বলেন, প্রতিবেশী এক ব্যক্তির বউমা আমার শাশুড়ির ফোন থেকে একজনকে ফোন করে, এরপর থেকেই সেই ব্যক্তি প্রতিনিয়ত আমার শাশুড়িকে ফোন করে ওই গৃহবধূকে ফোন দেওয়ার জন্য বলেন, আমার শাশুড়ি তাতেই বিরক্ত প্রকাশ করে তাদের বাড়িতে বলতে গেলে, সেই বাড়ির লোকজন আমার শাশুড়িকে প্রথমে গালিগালাজ শুরু করে। তাঁর ছেলে প্রতিবাদ করতে গেলে ছেলেকে বাঁশ লাঠি দিয়ে তার পরিবারের লোকজনরা মারধর করে, আমরা আটকাতে গেলে আমাদেরকেও মারধর করে ওই প্রতিবেশীর বাড়ির লোকেরা।

 ঘটনায় চারজনই কমবেশি আহত। যাদের মধ্যে ইমরান আলী কালনা মহকুমা হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। পুরো বিষয়টি পূর্বস্থলী থানায় লিখিত অভিযোগ আকারে জানাবেন বলে জানিয়েছেন আক্রান্তরা।

About Burdwan Today

Check Also

এলাকায় অশান্তি পাকানোর চেষ্টায় মন্তেশ্বরে গ্রেফতার ৩

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ এলাকায় অশান্তির পাকানোর চেষ্টার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *