দেবনাথ মোদক, বাঁকুড়াঃ শনিবার বেলিয়াতোড় থানার মারখা গ্রামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জানা যায়, গত কয়েকদিন ধরে ওই যুবক নিখোঁজ ছিল। এদিন স্থানীরা ওই যুবককে মারখায় জঙ্গল লাগোয়া মোরাম খাদান থেকে মৃত অবস্থায় দেখতে পায়। ঘটনার খবর পেয়ে বেলিয়াতোড় থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। ঘটনার পর ক্ষিপ্ত গ্রামবাসীরা মারখা এলাকায় বাঁকুড়া-দুর্গাপুর ৯ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে বেলিয়াতোড় থানার পুলিশ তদন্তর আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।
যদিও গ্রামের যুবকের মৃত্যুর জন্য ওই গ্রামেরই এক যুবতীর দিকে অভিযোগের আঙুল তুলে উত্তেজিত জনতা। পাশাপাশি ঐ যুবতীর বাড়ি ও পারিবারিক দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে।
জানা গিয়েছে ওই যুবতীর সঙ্গে মৃত যুবকের প্রণয়ের সম্পর্ক ছিল। সেই সম্পর্কে অশান্তির কারণে ওই যুবকরে অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মারখায় অশান্তির খবর পেয়ে বাঁকুড়া থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের অভিযোগ, অশান্তি থামানোর নামে পুলিশ গ্রামবাসীদের উপর নির্বিচারে লাঠিচার্জ করেছে। যদিও পুলিশ গ্রামবাসীদের অভিযোগ অস্বীকার করে। অন্যদিকে অভিযুক্ত যুবতীর মা জানান, তাঁরা এক আত্মীয়র বিয়ের জন্য গ্রামের বাইরে ছিলেন। তাই ওই যুবকের মৃত্যুর ঘটনার সঙ্গে তাঁদের পরিবারের কোনো সম্পর্ক নেই। গ্রামের লোকেরা ব্যক্তিগত আক্রোশে তাঁদের উপর পরিকল্পিত হামলা চালিয়েছে। মারখায় আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও গ্রামে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
Social