মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ বেশ কয়েকদিন আগে হঠাৎ অজয় নদীর জল বেড়ে যাওয়ায় ফলে পশ্চিম বর্ধমানের সঙ্গে বীরভূমের একমাত্র সংযোগকারী অজয়ের অস্থায়ী সেতু ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে পুলিশ ওই সেতুর উপর যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। এখন জল কমতেই সেতুর ক্ষতিগ্রস্ত স্থানগুলি মেরামতের কাজ শুরু হয়েছে।
এদিন জয়দেব পুলিশ ফাঁড়ির আইসি বিপ্লব দত্ত পর্যবেক্ষণ করে দেখেন সেতুটিতে গাড়ি চলাচল করা যাবে কিনা এবং সেই অনুযায়ী আলোচনা করে শুধুমাত্র দুই চাকা ও চারচাকা যান চলাচলের অনুমতি দেওয়া হলো। সেতুটিতে দুই চাকা ও চার চাকা গাড়ির যাতায়াতের অনুমতি পাওয়ার ফলে খুশি ব্যবসায়ীরা এবং শিল্পনগরী দুর্গাপুরে যাতায়াতের পথ প্রশস্ত হলো।
Social