Breaking News

”যত হাঁটবেন তত হাসবেন”- পায়ে হেঁটে ভারত ভ্রমণ দুই যুবকের

  

টুডে নিউজ সার্ভিস, উত্তর দিনাজপুরঃ “যত হাঁটবেন তত হাসবেন” – এই বার্তাকে সামনে রেখে, জ্বালানী খরচ বাঁচিয়ে, পরিবেশ দূষণ প্রতিরোধের লক্ষ্যে পায়ে হেঁটে সারা ভারত ভ্রমণ শুরু করেছেন ছত্রিশগড়ের বরোদা বাজার এলাকার দুই যুবক সৌরভ ও জীতেশ। 

উদ্দেশ্য পায়ে হেঁটে ভারত ভ্রমণের মাধ্যমে সাধারণ মানুষকে হাঁটার বার্তা দেওয়া এবং নিজেদের নানান রোগ থেকে মুক্ত রাখা। ছত্রিশগড় থেকে রওনা হয়ে পায়ে হেঁটে ভুবনেশ্বর কলকাতা হয়ে বৃহস্পতিবার রায়গঞ্জ শহরে এসে পৌঁছলেন এই দুই যুবক। এরপর সিকিমের গ্যাংটক হয়ে উত্তরপূর্ব ভারত যাবেন তারা।

চলতি বছরের ২১ অক্টোবর ছত্রিশগড়ের বরোদা বাজারের দুই যুবক সৌরভ দিবাঙ্গন ও জীতেশ শর্মা পায়ে হেঁটে সারাভারত ভ্রমণের উদ্দেশ্যে রওনা হন। ভারতবর্ষের ২৮টি অঙ্গরাজ্য পায়ে হেঁটেই পরিভ্রমণ করবেন তাঁরা। ৩ বছরের এই ভারত ভ্রমণ পরিক্রমা কর্মসূচীতে বৃহস্পতিবার তাঁরা এসে পৌঁছন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে।

 পরিভ্রমণকারী জীতেশ শর্মা জানান, ‘ভারতবর্ষের প্রতি দশ কিলোমিটার অন্তর অন্তর মানুষের জীবনযাত্রার বদল ঘটে, সংস্কৃতির বদল ঘটে। সেই পরিবর্তন এবং ভারতবর্ষের সংস্কৃতি পর্যবেক্ষণ করতেই তাঁদের এই পরিভ্রমণ।’

কিন্তু, ওড়িশার সীমান্ত পার হয়ে বাংলায় প্রবেশ করতেই তাঁরা তীব্র যানজট লক্ষ্য করেন। অল্প প্রয়োজনেই মোটরবাইক ও গাড়ির ব্যবহারও লক্ষ্য করেন তাঁরা। ফলে একদিকে যেমন পরিবেশের দূষণ বাড়ছে, অপরদিকে বাড়ছে জ্বালানি খরচ। তাই তাঁদের বার্তা, জ্বালানীর খরচ বাঁচানোর পাশাপাশি দূষণ প্রতিরোধে এবং শারীরিকভাবে সুস্থ থাকার লক্ষ্যে মানুষের হাঁটা উচিত। মানুষকে হাঁটার কথা বলতেই তাদের এই পায়ে হেঁটে ভারত ভ্রমণ।

About Burdwan Today

Check Also

কার্তিক লড়াইকে ঘিরে জমজমাট কাটোয়া

রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সকলের কাছে সব থেকে বড় পুজো হল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *