টুডে নিউজ সার্ভিস, কাঁথিঃ জুনপুট এরপর শৌলা। সমুদ্রে মৎস্য শিকারের বেরিয়ে ডুবে গেল একটি ট্রলার। মৎস্য শিকারে পাড়ি দেওয়ার “মা মহেশ্বরী” নামে একটি ট্রলার শৌলা থেকে বেশ কিছুটা দূরে ডুবে যায়। ট্রলারে থাকা ১৩ জন মৎস্যজীবি অন্যান্য ট্রলারের সহযোগিতায় সাঁতার কেটে পাড়ে উঠেন। তিনটি ট্রলারে সহযোগিতায় ডুবে যাওয়া “মা মহেশ্বরী” ট্রলারটিকে উদ্ধার করতে তোড়ঝোড় শুরু করেছে। একের পর এক ট্রলার ডুবির ঘটনায় রীতিমতো মৎস্যজীবী মহলে ব্যাপক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
সূত্রের খবর, মঙ্গলবার সকালে ১৩ জন মৎসজীবীকে নিয়ে “মা মহেশ্বরী” নামে একটি ট্রলার শৌলা মৎস্য বন্দর থেকে মৎস্য শিকারের জন্য সমুদ্রের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল। কিছুটা দূরে যাওয়ার পর ট্রলারটি ডুবে যায়। প্রাণে বাঁচতে মাঝি সহ ট্রলারে থাকা ১৩ জন মৎসজীবি উত্তাল সমুদ্রে ঝাঁপ দেয়। অন্যান্য ট্রলারের সহযোগিতায় ঐ ১৩ জন মৎসজীবীকে উদ্ধার করা হয়। এরপর তাদের একটি স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়৷ আপাতত সুস্থ রয়েছে বলে জানাগেছে। মৎস্যজীবীদের দাবি, উত্তাল সমুদ্রের কারণে ট্রলারটি ডুবে যায়।