মোবাইল রিচার্জের মূল্য বৃদ্ধি এবং স্কুল খোলার দাবিতে বিক্ষোভ এসএফআইয়ের

Burdwan Today
1 Min Read

   

বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ  নদীয়ার কৃষ্ণনগরে এসএফআই-এর পক্ষ থেকে একগুচ্ছ দাবি নিয়ে পথে নেমে বিক্ষোভ। অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে আংশিকভাবে স্কুল-কলেজে খুলতে হবে এবং মোবাইলের রিচার্জের লাগাম ছাড়া খরচ রোধ করতে হবে ও সকল ছাত্র-ছাত্রীদের এই শিক্ষাবর্ষের ফি মুকুব করতে হবে। এই সমস্ত দাবি সামনে রেখে কৃষ্ণনগর মহকুমা দপ্তরের এসডিও অফিসের সামনে এক অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এসএফআইয়ের পক্ষ থেকে। বিগত বছরের লকডাউনের প্রভাবে এখনও কর্মহীন হয়ে রয়েছে অধিকাংশ মানুষ। বিগত লকডাউনের রেস কাটতে না কাটতে রাজ্যে আবার আংশিক লকডাউন শুরু। আবারও নতুন করে লকডাউনের প্রভাব পরতে শুরু করেছে সাধারণ মানুষের উপর। এমত পরিস্থিতিতে যখন সব টেলিকম কোম্পানিগুলো অত্যাধিক মূল্যবৃদ্ধি করেছে মোবাইল রিচার্জ-এর ক্ষেত্রে তাতে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। যারা মধ্যবিত্ত ও দরিদ্র মানুষের পক্ষে দুঃসাধ্য হয়ে পড়েছ রিচার্জের ক্ষেত্রে।

 অন্যদিকে শিক্ষার ক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্ম একদম অন্ধকারের পথে। তাই তাদের দাবি অবিলম্বে করোনা বিধি মেনে স্কুল খুলতে হবে এবং মোবাইলের রিচার্জের দাম কমাতে হবে। তাদের এই দাবি অবিলম্বে মানতে হবে না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলে জানান।।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *