Breaking News

মেলেনি তথ্যপ্রমাণ, মঙ্গলকোট মামলায় বেকসুর খালাস অনুব্রত মণ্ডল

 

টুডে নিউজ সার্ভিসঃ বাম আমলে ২০১০ সালে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের মল্লিকপুর একটি বিস্ফোরণে বেশ কয়েকজন জখম হয়েছিলেন এবং দুই জনের আঘাত ছিল গুরুতর।  রাজনৈতিক শত্রুতার কারণেই এই হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ। এই ঘটনায় অভিযুক্তদের মধ্যে ছিলেন অনুব্রত মণ্ডল, কেতুগ্রামের তৎকালীন তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজ-সহ ১৫ জন এবং মামলা চলাকালীন এক অভিযুক্তের মৃত্যু হয়। ১৪ জনের নাম চার্জশিটে রেখেছিল পুলিশ।

আজ প্রায় ১২ বছরের পুরনো মঙ্গলকোট বিস্ফোরণ মামলা থেকে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে শুক্রবার মুক্তি দিল আদালত। বিধাননগরের এমপি-এমএলএ আদালত এই মামলায় বীরভূমের তৃণমূল সভাপতি-সহ ১৪ জন অভিযুক্তকে তথ্যপ্রমাণের অভাবে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর সেই পুরনো মেজাজে দেখা গেল অনুব্রত মণ্ডলের মুখে। 

এদিন আদালত থেকে বেরিয়ে তিনি বললেন, ‘সত্যের জয় হল ৷ ২০১০ সালে মিথ্যে মামলা করেছিল ৷ আমি অন্যায় কিছু করেছি নাকি ! শুধু দেখে যাও।’

About Burdwan Today

Check Also

সৃজনী প্রেক্ষাগৃহে আর্ট ওয়ার্কশপ

টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ ‘ছবি আঁকার মানুষ ওগো পথিক চিরকেলে, চলছ তুমি আশেপাশে দৃষ্টির জাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *