মহেন্দ্রলাল চন্দ্র, মন্তেশ্বরঃ মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে মামুদপুর ১নং অঞ্চলের তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল। পেট্রোল, ডিজেল, কেরোসিন, রান্নার গ্যাস, ঔষধ সহ সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিল।
মন্তেশ্বর ব্লক সভাপতি আজিজুল হক বলেন, কোনোভাবেই জ্বালানির মূল্যবৃদ্ধিতে লাগাম পড়াতে পারছে না কেন্দ্র সরকার প্রতিদিন বেড়েই চলেছে পেট্রোল ডিজেলের দাম। যার প্রভাব পড়েছে দৈনন্দিন বাজারে ক্রমাগত বেড়ে চলা জ্বালানি তেল, রান্নার গ্যাসের, ঔষধের দাম ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির কারণে আজ এই প্রতিবাদ মিছিল। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি সভাপতি আজিজুল হক, মামুদপুর ১নং অঞ্চলের তৃণমূল কংগ্রেস কমিটি সভাপতি আসফার আলী শাহ সহ তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ।