পাপু লোহার, কাঁকসাঃ ফুটবল মাঠে প্রজন্মে আর ডাকে না, ফুটবল নিয়ে তপ্ত দুপুর কিংবা ঘোর বর্ষায় কাদায় লেপ্টালেপ্টি হয়ে ফুটবল মাঠের সেই অপার আনন্দ নেয় না। কিন্তু এ প্রজন্ম মাঠে আসতে না চাইলেও তাকে আনতে হবে। আর এই সময়ের সবচেয়ে কঠিন যুদ্ধে নেমেছে পানাগড় ভারতী সঙ্ঘ। ভারতী সঙ্ঘ চোয়াল শক্ত করে একবুক প্রতিজ্ঞা নিয়েই শুরু করলো নিজেদের যাত্রা “মুঠো থেকে মুঠোফোন কেড়ে নিয়ে পায়ে পায়ে ফুটবল নিয়ে মাঠ দাপাদাপি করবে কিশোরেরা।” ফুটবল মানেই অন্তপ্রানের মিলন মেলা। প্রতিবছরের মতো বাংলার সেরা ফুটবল টিম নিয়ে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা কিসান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়ব্রত বৈদ্য, বঙ্গজননী সভানেত্রী সপ্না বৈদ্য, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের যুবর সম্পাদক সন্দীপ রিঙ্কু মহল, কাঁকস থানার ও পানাগর আরপিএফ-এর আধিকারিকরা, কাঁকসা পঞ্চায়েতের উপপ্রধান শহিদুল মল্লিক, পঞ্চায়েত মেম্বার লালটু চ্যাটার্জী, চৈতালী রায় সহ আরও অনেকে।
এদিন পশ্চিম বর্ধমান জেলা কিসান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়ব্রত বৈদ্য বলেন, এলাকার বাসিন্দাদের মন কেড়ে নিয়েছে ফুটবল টুর্নামেন্ট, গত দুই বছর করোনার লকডাউন থাকার কারনে কোনো ফুটবল টুর্নামেন্ট হয়নি তাই এই বছর জোর কদমে আবার শুরু হলো ফুটবল টুর্নামেন্ট। এদিন নাইট টুর্নামেন্টে ২৪টি টিম অংশগ্রহণ করে। এরমধ্যে বর্ধমান একাদশ ও বুদবুদের শুকনা ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে এবং বর্ধমান একাদশ জয়ী হয়।
Social