মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন

  

পাপু লোহার, বর্ধমানঃ সারা রাজ্যজুড়ে ৫ জানুয়ারি বুধবার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করে কেক কেটে তার জন্মদিন পালন করে। 

গলসি ১নং ব্লকে পারাজ অঞ্চলে খলসেগর তৃণমূল কংগ্রেস পাটি অফিসেও এদিন কেক কেটে  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬৭তম শুভ জন্মদিন পালন করা হলো। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী ও পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সহ সভাপতি মহঃ জাকির হোসেন, গলসি ১নং ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ রোকেয়া, রাজ্য তৃণমূল এসসি ও ওবিসি সেলের সদস্য সুন্দর পাসয়ান,  গলসি ১নং ব্লক ছাত্র পরিষদের সভাপতি তাপস সোম সহ পারাজ অঞ্চলের নেতা ও কর্মীরা।

অন্যদিকে, কাঁকসায়ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন হলো কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে। বুধবার কাঁকসার কেনেলপাড়ে কাঁকসা ব্লকের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনেও কেক কেটে মমতা বন্দোপাধ্যায়ের জন্মদিন পালন করলেন কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী। এছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য চিন্ময় মন্ডল, কাঁকসা ব্লকের তৃণমূলের যুব সহ সভাপতি সমরেশ ব্যানার্জি, তৃণমূল ছাত্র পরিষদের নেতা রাজেশ কোনার সহ অন্যান্যরা।

কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী জানিয়েছেন, সারা রাজ্য জুড়ে এদিন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করে কেক কেটে তার জন্মদিন পালন করছেন। পাশাপাশি কাঁকসা ব্লকেও তৃণমূল কংগ্রেসের কর্মীরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করছেন। তাঁরা চান মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে ভারতবর্ষে এগিয়ে যাবে।

About Burdwan Today

Check Also

হাসপাতালের কোয়ার্টারে ঢুকে মহিলা কর্মীকে অস্ত্রের কোপ, শোরগোল বর্ধমানে

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ আচমকাই ছুরি দিয়ে আঘাত। গুরুতর জখম অবস্থায় স্বাস্থ্যকর্মীকে ভর্তি করা হল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *