Breaking News

মুখ্যমন্ত্রীর দুয়ারে সরকার! দেড় বছর ধরে সরকারের দুয়ারে দুয়ারে ঘুরেও মিলেনি নিষ্পত্তি

 

       বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ মুখ্যমন্ত্রী বলেছেন দুয়ারে সরকার, কিন্তু দেড় বছর ধরেই সরকারের দুয়ারে দুয়ারে ঘুরে মেলেনি নিষ্পত্তি। স্বামীর চাকরির প্রাপ্য পেনশন পেতে দরজায় দরজায় ঘুরেও হয়রানির শিকার। চরম অর্থকষ্টের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন নদীয়ার তাহেরপুর ‘এ’ ব্লকের কল্পনা চক্রবর্তী ও তার ছেলে শুভ চক্রবর্তী। ধার দেনায় জর্জরিত হয়ে বাড়ি বিক্রির মত কঠিন সিদ্ধান্ত নিয়ে পথে বসতে চলেছে এই চক্রবর্তী পরিবার।

    নদীয়ার বাদকুল্লা মুগরাইল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন জীবন চক্রবর্তী। চাকরি থাকা অবস্থায় ২০২০ সালের ১০ নভেম্বর মারা যান জীবন বাবু। মৃত্যুর আগে জীবনবাবুর চিকিৎসার জন্য বিস্তর ধার দেনা হয়ে যায় চক্রবর্তী পরিবারের। এরপর চরম অর্থকষ্ট শুরু হয় সদ্য স্বামীহারা কল্পনা চক্রবর্তীর পরিবারে। স্বামী মারা যাওয়ায় মাইনে বন্ধ হয়ে, সংসার চালাতে বেড়ে চলে ঋণের মাত্রা। তা একসময় মাত্রা ছাড়ায়। কেননা দীর্ঘ দেড় বছর কেটে গেলেও এখনও পেনশন চালু হয়নি জীবন চক্রবর্তীর স্ত্রী কল্পনা চক্রবর্তীর। 

     বর্তমানে ধার শোধ করার জন্য বসবাস করার বাড়িটি পর্যন্ত বিক্রয়ের চিন্তাভাবনা শুরু করেছে কল্পনা চক্রবর্তী ও তার ছেলে। জীবন চক্রবর্তী মারা যাওয়ার পর তার পেনশনের জন্য এমন কোন জায়গা নেই যে সেখানে যাননি কল্পনা চক্রবর্তী। এসআই অফিস থেকে শুরু করে ডি.আই অফিস  নদীয়ার জেলাশাসকের দপ্তর, নবান্ন এমনকি মুখ্যমন্ত্রীর বাড়ি কালীঘাট পর্যন্ত। কিন্তু এত দরবার করেও সুরাহা মেলেনি। স্বামীর পেনশনের অনুমোদন আটকে আছে সরকারি বাবুদের তৈরি লাল ফিতের ফাঁসে। হাজার কষ্টের কথা বললেও নানান অনুরোধেও চিড়ে ভেজেনি শিক্ষা দপ্তরের আধিকারিকদের। যার ফলে চিকিৎসার কারণে ঋণে জর্জরিত এক সময়কার মানুষ গড়ার কারিগর প্রয়াতঃ জীবন চক্রবর্তীর স্ত্রী কল্পনা চক্রবর্তী ও তার পরিবার।

     মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য চালু করেছেন দুয়ারে সরকার ও পাড়ায় সমাধানের মত বিভিন্ন জনহিতকর প্রকল্প। কিন্তু সেই প্রকল্পগুলি যে বাস্তবে কতটা রূপায়িত হয়েছে, তাহেরপুরের চক্রবর্তী পরিবারের এই ঘটনায় তা নিয়ে কিন্তু সন্দেহ থেকেই যায়। সদ্য স্বামীহারা কল্পনা চক্রবর্তীর এখন মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন দয়া করে তাঁর স্বামীর পেনশনের ফাইলটি যদি পাশ হয়ে আসে তাহলে হয়তো বেঁচে যাবে একটি পরিবার নয়তো দুয়ারে মৃত্যু!

About Burdwan Today

Check Also

কল আছে জল নেই! আর সারানোও হবে না জানিয়ে দিল পঞ্চায়েত, চরম সমস্যায় দুর্গাপুর

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ দীর্ঘ প্রায় এক বছর ধরে গ্রামের পানীয় জলের কলগুলো খারাপ হয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *