Breaking News

মাসিক বেতন ২১ হাজার টাকা সহ একাধিক দাবিতে বিক্ষোভ মিছিল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের

মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে বুধবার ইলামবাজার হাসপাতালে বিএমওএইচ-এর নিকট বিক্ষোভ প্রদর্শন করেন। 

বিক্ষোভকারীদের দাবি অহেতুক তাদের যথেষ্টভাবে খাটিয়ে ঠিকমতো বেতন দেওয়া হয় না।  দাবি করছেন ২১ হাজার টাকা পর্যন্ত তাদের বেতন বৃদ্ধি করতে হবে। এছাড়াও তাদের ইন্সুরেন্স,  পিএফ এবং ইএসআই এছাড়াও হসপিটালে যথাযথ সম্মান পান না বলে অভিযোগ করেন। আশা কর্মীরা আরও অভিযোগ করেন ফিলআপ করানো হয় বিনা ট্রেনিংয়ে। এ ধরনের মানসিক অত্যাচার তারা সহ্য করতে পারছেন না বলে ইলামবাজার স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ-এর নিকট বিক্ষোভ দেখান। 

এদিন বিএমএইচ-এর সঙ্গে যোগাযোগ করলে  তিনি জানান, গঙ্গারামপুরে মিটিংয়ে রয়েছেন সিউড়িতে। পাশাপাশি আশা কর্মীরা জানান, তাদের এই দাবির গ্রহণ না করলে বা পূরণ না করলে অনির্দিষ্টকালের জন্য আশা কর্মীদের ধর্মঘট করে যাবেন।

About Burdwan Today

Check Also

মৎস্য চাষ নিয়ে ৩ দিনের প্রশিক্ষণ শিবির মন্তেশ্বরে

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মন্তেশ্বর ও মেমারি দু’নম্বর ব্লকের প্রায় ৩০ জন মৎস্য চাষীকে নিয়ে প্রশিক্ষণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *