টুডে নিউজ সার্ভিস, মালদাঃ গোপন সূত্রে খবর পেয়ে ১ কিলো ৭৩ গ্রাম ব্রাউন সুগার সহ কালিয়াচকের দুই যুবককে গ্রেফতার করল সিআইডির মালদা শাখা। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি টাকা এমনটাই দাবি সিআইডি কর্তাদের। ধৃতদের নাম রফিকুল মিয়াঁ (২১) ও ফিরদৌস মিয়াঁ (১৯)। দু’জনেই কালিয়াচকের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী চরি অনন্তপুর গ্রামের বাসিন্দা। বুধবার রাতে নিজেদের বাড়ি থেকেই তাদের গ্রেফতার করেন সিআইডি আধিকারিকরা। তারা বাড়িতে সেই ব্রাউন সুগার লুকিয়ে রেখেছিল। মাদক বিরোধী আইনে মামলা রুজু করে ১৪ দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে শুক্রবার দু’জনকেই মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। সিআইডি সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত উদ্ধার হওয়া ব্রাউন সুগারের উৎস কিংবা এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷