দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ পথ দুর্ঘটনা রুখতে ইন্দাস থানার পুলিশ পথে নামলো। হেলমেট বিহীন অসচেতন ব্যক্তিদের সচেতন করতে বাঁকুড়া জেলার ইন্দাস থানার পুলিশ সকাল থেকে রাস্তায় নামেন। দুর্ঘটনা রুখতে বিভিন্ন সময় বিভিন্ন রকম পন্থা অবলম্বন করেছেন ইন্দাস থানার পুলিশ। এদিন ইন্দাস থানার চেকপোস্টে যে সমস্ত বাইক আরোহী বিনা হেলমেটে বাইক চালাচ্ছেন, তাদেরকে হেলমেট পড়ার জন্য অনুরোধ করতে দেখা গেল এবং যে সকল ব্যক্তিরা চারচাকা গাড়ি নিয়ে যাতায়াত করছেন তাদেরকে সিটবেল্ট পড়তে অনুরোধ বলেন।
এছাড়াও আইসিডিএস কেন্দ্রে পড়তে আসা বাচ্চাদের হাত ধরে রাস্তা পার করাচ্ছে খোদ পুলিশ। ইন্দাস থানার পুলিশের এমন মানবিক মুখ দেখে খুশি সকলে

