টুডে নিউজ সার্ভিস, উত্তর দিনাজপুরঃ মাধ্যমিক পরীক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা বার্তা দিলেন আলতাপুর-১ গ্রাম পঞ্চায়েত প্রধান সহ মেম্বাররা। উত্তর দিনাজপুর জেলা করণদিঘী ব্লক আলতাপুর হাইস্কুলে মাধ্যমিক পরীক্ষায় বসলেন, করণদিঘী ব্লকের রাঘবপুর হাইস্কুলের মোট ৩১৩ জন আলতাপুর হাইস্কুলে পরীক্ষায় বসে। করোনা ভাইরাসের জেরে দুইবছর ফের অফলাইনে পরীক্ষা শুরু হয়েছে।
এদিন করণদিঘী ব্লকের আলতাপুর ১নং গ্রাম পঞ্চায়েত উদোগ্য মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল, পিচবোর্ড, পেন, বিস্কুট, স্কেল সহ জলের বোতল দেওয়া হয়। এদিন মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আলতাপুর হাইস্কুলে পরিদর্শনে আসেন করণদিঘী বিডিও নিতীশ তামাং, করণদিঘী থানার আইসি সোমোজিৎ রায়, সহ আলতাপুর ১নং গ্রাম পঞ্চায়েত প্রধান সুফিয়া খাতুন বিবি, সহ পঞ্চায়েত সকল মেম্বাররা।