টুডে নিউজ সার্ভিস, আগরপাড়াঃ মাধ্যমিক পরীক্ষা দিতে না পারায় ছাত্রের আত্মহত্যার চেষ্টা, স্কুলের গেটের সামনে বিক্ষোভ এবং প্রধান শিক্ষকের মুখে কালি। আগরপাড়ার নেতাজি শিক্ষায়তন স্কুলের ১৩ জন ছাত্র-ছাত্রীর অ্যাডমিট কার্ড মেলেনি। তাদের মধ্যে রাহুল মণ্ডল সকালে আত্মহত্যার চেষ্টা করে বলে পরিবার সূত্রে দাবি।
পরীক্ষা শুরুর আগে ওই ১৩ জন পরীক্ষার্থী ও তার অভিভাবকেরা নীলগঞ্জ রোডের পরীক্ষা কেন্দ্র মহাজাতি বিদ্যালয় বিদ্যাপীঠে গেটের সামনে বিক্ষোভ দেখায় এবং খবর পেয়েই স্কুলে খড়দা থানার পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। পরীক্ষা শেষে নেতাজি শিক্ষায়তনে চড়াও হয় ক্ষুব্ধ অভিভাবকরা। তারা শিক্ষকদের ঘরে ঢুকে প্রধান শিক্ষকের মুখে কালি লেপে দেয়। যদিও প্রধান শিক্ষক ঘটনা ভুল স্বীকার করে নিয়েছে।
Social