টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ কামরূপ এক্সপ্রেসে মাদক খাইয়ে মোবাইল ও টাকা পয়সা সহ দুই যাত্রীর সর্বস্ব লুট, চাঞ্চল্য কালনা রেল স্টেশনে। তাদের মধ্যে উদয় শংকর বণিক-এর বাড়ি ধূপগুড়িতে এবং আসামের শালমারা গ্রামের বাসিন্দা বাহারুল ইসলাম। বুধবার ভোরে কালনা স্টেশনে পৌঁছায় ১৫৯৬০ কামরূপ এক্সপ্রেস। সেই ট্রেনেরই যাত্রী ছিলেন ধুপগুড়ির বাসিন্দা পেশায় আলু ব্যবসায়ী উদয় শংকর বণিক, কালনা স্টেশনে নেমে হাঁসখালিতে যাওয়ার কথা ছিল তাঁদের। তারা ওই ট্রেনেরই এস-১০ কামরায় উঠেছিলেন। উদয় ও বাহারুল একই সিটে পাশাপাশি বসেছিলেন। তার থেকে কিছুটা দূরেই ওই এস-১০ কামরাতেই তাদের আরেক সঙ্গী সিরাজুল হকও ছিলেন। কালনা স্টেশন ঢোকার আগেই তাদের সহযাত্রী সিরাজুল তাদের ডাকাডাকি করলে তারা না ওঠায় তাদেরকে কোনোরকমে কালনা স্টেশনে নামায় তিনি। তারপরই সেখান থেকে টোটো মারফত কালনা মহকুমা হসপিটালে এনে তাদের ভর্তি করেন।
সিরাজুলের দাবি, তাদের তিনটি মোবাইল ফোন খোয়া গেছে এবং তার সাথে বেশ কিছু টাকাপয়সাও খোয়া গেছে। যদিও এদিন বেলা চারটে বেজে গেলেও এখনও পর্যন্ত ঘোরের মধ্যেই রয়েছেন উদয় এবং বাহারুল। যদিও ঘোরের মধ্যে থেকেই উদয় শংকর বণিক এদিন জানান, আমাদের কী হয়েছিল বুঝতে পারছি না, ঘুম থেকে চোখ খুলে দেখি এখানে আছি। আমার মোবাইল এবং বেশ কিছু টাকা পয়সা কিছুই পাচ্ছি না।
Social