বলরাম সাহা, রায়নাঃ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সেহরাবাজার রহমানিয়া আল-আমিন মিশনের পক্ষ থেকে প্রতিবছরের মতো এবছরও অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সত্যজিৎ কুমার, জেড ফাউন্ডেশন বাংলাদেশের কর্ণধার তথা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক আন্তর্জাতিক ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ছন্দম সংস্থার অধ্যক্ষ মেহেবুব হাসান, রহমানিয়া আল-আমিন মিশনের প্রধান শিক্ষক, ট্রাস্টের কর্ণধার হাজী কুতুব উদ্দিন সাহেব থেকে শুরু করে জ্ঞানীগুণী মানুষেরা।
এদিন বাংলা ভাষায় বিভিন্ন কবিতা আবৃত্তি, ভাষা আন্দোলন সম্পর্কিত বক্তৃতা অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিভাবে ভাষা আন্দোলন শুরু হয়েছে সারাবিশ্বে সেটা ছড়িয়ে পড়ে সেইসব নিয়েই আলোচনার মধ্য দিয়ে ভাষা দিবস উদযাপন করলো আল-আমিন মিশনের ছাত্ররা এবং শিক্ষকবৃন্দ থেকে শুরু করে আগত অতিথিরা। আগের দিন মন্ত্রী স্বপন দেবনাথ যে ভ্রাম্যমাণ শহীদ মিনারের শুভ উদ্বোধন করেছিলেন সেই ভ্রাম্যমান শহীদ মিনার তা এদিন এসে পৌঁছায় আল-আমিন মিশনের। এদিন তারই আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিডিও সত্যজিৎ কুমার। এমনটাই জানালেন সেহারাবাজার রহমানিয়া আল-আমিন মিশন এবং শেয়ারাবাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সহ সম্পাদক শফিকুল ইসলাম।
Social