দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ অভিনব পদ্ধতিতে বাঁকুড়ার বড়জোড়ায় রান্নার গ্যাস, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানালো বড়জোড়া ব্লক কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস। শনিবার বড়জোড়া অডিটোরিয়াম হল থেকে চৌমাথা পর্যন্ত ৪টি মহিষের গাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার, উনুন, মোটর বাইক চাপিয়ে মিছিল করে সংগঠনের সদস্যরা। এই মিছিলে নেতৃত্ব দেন বাঁকুড়া জেলা কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি আশুতোষ মুখোপাধ্যায়, বড়জোড়া বিধায়ক অলোক মুখোপাধ্যায় সহ বড়জোড়া ব্লক কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক ব্যানার্জি।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে অবিলম্বে পেট্রোপণ্যের মূল্য না কমালে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। তাই সারা রাজ্যজুড়ে তৃণমূল সমর্থিত এই সংগঠনের জনগণ পথে নেমেছে। আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে তারা জানিয়েছে ।।
Social