টুডে নিউজ সার্ভিস, কালনাঃ উৎকর্ষ বাংলার সহযোগিতায় কালনা উইভার্স আর্টিজেন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে কালনার জগন্নাথ তলা এলাকায় রাখি তৈরির বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল বুধবার। পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলার উদ্যোগে ১৫ দিনের এই ট্রেনিং ১২০ জন মহিলাদের দেওয়া হবে। ট্রেনিং শেষে তারা পাবে শংসাপত্র। কানলার জগন্নাথ তলা এলাকার স্থানীয় সংস্থা কালনা উইভার্স আর্টিজেন ওয়েলফেয়ার সোসাইটির তরফে থেকে আগামী দিনে তাদের মিলবে কাজও।
মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে মূলত এই উদ্যোগ। বুধবার প্রথম পর্যায়ে ৩০ জন মহিলা এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালনার ডেপুটি ম্যাজিস্ট্রেট নন্দিনী দে, উৎকর্ষ বাংলার বিএলএস অফিসার রমেন রায়, দীপাঞ্জন বিশ্বাস সহ বিশিষ্টজনেরা। কালনা উইভার্স আর্টিজেন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক তপন মোদক তিনি এদিন জানান, ১৫ দিনের এই বিশেষ ট্রেনিংয়ে মহিলারা প্রতিদিন একটি সাম্মানিক পয়সাও পাবেন, এবং তার সাথে পাবেন একটি শংসাপত্র। সরকারের তরফে বিনামূল্যে এই প্রশিক্ষণ পেয়ে খুশি ট্রেনিং নেওয়া মহিলারা।
Social