দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ গ্রামবাংলার বারো মাসে তেরো পার্বণের অন্যতম পরব হলো টুসু পরব। বাঁকুড়া জেলার গ্রামবাংলার মহিলারা পৌষ মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত এই টুসু উৎসবে মেতে উঠে। পৌষ সংক্রান্তি পূণ্য লগ্নে টুসু দেবীকে নদী বা পুকুরে বিসর্জন দিয়ে নতুন জামা কাপড় পরে উন্মাদনার মধ্যে দিয়ে শেষ হয় বাংলার ঐতিহ্যের এই উৎসব বা পরব।
কিন্তু এই বৎসরে মন ভালো নেই ভেলা তৈরির কারিগরদের। বাজার থেকে মোটা টাকা দিয়ে বাঁশ কিনতে হয় তাদের ভেলা তৈরির জন্য। তার উপর হঠাৎ, এই কোভিড পরিস্থিতিতে সব মিলিয়ে বিক্রি বাটাতে বেশ খামতি পড়েছে।
“টুসু ভেলার” একটা ভেলা তৈরি করতে মোটা টাকা খরচ হয়ে যায় কারিগরদের। বিক্রি হয় ৬০০ থেকে ১২০০ টাকায়। বৃহস্পতিবারের সকাল থেকে খদ্দরের আসায় বসে আছেন ভেলা কারিগররা।