মহেন্দ্রলাল চন্দ্র, মন্তেশ্বরঃ শনিবার ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা দিবস। ভারতের একটি আঞ্চলিক রাজনৈতিক দল ১৯৯৮ সালে ১ জানুয়ারি পশ্চিমবঙ্গে ভারতীয় জাতীয় কংগ্রেস ভেঙ্গে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হয়। তৃণমূল কংগ্রেসের প্রধান নেত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মন্তেশ্বর ব্লকের মামুদপুর ১নং গ্রাম পঞ্চায়েত পুরুনিয়া গ্রামে এই দিনটিতে দলের নেতা কর্মীরা সকলেই দলীয় পতাকা উত্তোলন করে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করেন।
মামুদপুর পারে পঞ্চায়েতর প্রধান পারভিন মণ্ডল ও তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রতিষ্ঠা দিবস স্লোগান মাধ্য দিয়ে “দিদি তুমি এগিয়ে চলো আমরা তোমার সঙ্গে আছি”- উদযাপন করেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। তৃণমূল কংগ্রেস কর্মী বাপি মণ্ডল বলেন, আমারা তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা দিবস পালনের পাশাপাশি সকল মানুষের জন্য দুপুরে খাবারের ব্যবস্থা করেছি পুরুনিয়া গ্রামের বুধে।
Social