Breaking News

মদ্যপ যুবকের হাতে আক্রান্ত কাউন্সিলর ও যুব সভাপতি

 

বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ  রাতে শান্তিপুর ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুবিনয়  প্রামানিক আর পাঁচটা সাধারণ দিনের মতন ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দীপঙ্কর সাহার বাড়ির পাশে স্বদেশ দাসের বাড়িতে তাঁতের শাড়ি পৌঁছাতে যাচ্ছিলেন। কাউন্সিলরের পাশের বাড়ির তপন মাহাতো মোটরসাইকেল রাস্তার ওপর আড়াআড়ি দাঁড় করিয়ে অন্য রাস্তা দিয়ে ঘুরে যাওয়ার নির্দেশ দেয়। দু-এক কথায় বচসা বাঁধলে, হঠাৎই মোটরসাইকেল থেকে নেবে যুব সভাপতিকে বেধড়ক মারতে থাকে ঐ মদ্যপ যুবক তপন মাহাতো। এমনকি যুব সভাপতির বুকের পাঁজরে বিভৎসভাবে কামড়ে মাংস তুলে নেয়। চেঁচামেচি শুনে ছুটে আসে কাউন্সিলর দিপঙ্কর সাহা

তাকেও বেধড়ক মারধর করে ওই যুবক, হাতে থাকা লোহার অস্ত্র বের করে প্রাণে মারার চেষ্টা করে। এরপর এলাকার মহিলারা প্রতিবাদ করলে ঘরে ঢুকে দরজা বন্ধ করে অভিযুক্ত।

 ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি অরিন্দম পাল ঘটনার কারণ জানতে চাইলে তাকেও ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। গুরুতর অসুস্থ সুবিনয় বাবুকে চিকিৎসার জন্য শান্তিপুরের জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ এসে গ্রেপ্তার করে মদ্যপ যুবক তপন মাহাতো-কে। 

কাউন্সিলর দীপঙ্কর সাহা বলেন, প্রশাসনের উপর আস্থা আছে কঠোর শাস্তি হওয়া উচিত। সুবিনয় প্রামানিক জানান, গতকাল তিনজনকেই প্রাণে মেরে ফেলার উদ্দেশ্য ছিলো ওই দুষ্কৃতীর। পাশাপাশি অরিন্দম পাল বলেন, এর আগে একাধিকবার এ ধরনের ঘটনা ঘটলেও, ওই দুষ্কৃতীর বাবার কথা ভেবে কখনও লিখিত অভিযোগ করা হয়নি, তবে এবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এলাকার মহিলারা  সকলেই জোটবদ্ধ হয়ে ঘটনার প্রতিবাদ জানিয়েছেন, তাদের কথা অনুযায়ী ওই দুষ্কৃতীর এই এলাকায় বসবাসের ফলে শিশু এবং মহিলারা নিরাপদ নয়। শান্তিপুর থানার ওসি লাল্টু ঘোষ গোটা বিষয়টি খতিয়ে দেখছেন।

About Burdwan Today

Check Also

সম্পত্তিগত বিবাদের জেরে ভয়ঙ্কর কাণ্ড, দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ সম্পত্তিগত বিবাদের জেরে দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ভাইয়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *