প্রবীর মণ্ডল, বর্ধমানঃ প্রতি বৎসরের ন্যায় এ বৎসরও মাঘী পূর্ণিমা উপলক্ষে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পরিচালনায় ২৮তম বর্ষে শ্রী শ্রী শান্তি মাতা হরিচাঁদ মন্দির ও মহা সেবা আশ্রমে ৩ দিন ব্যাপী হরিনাম কীর্তন, আলোচনা সভা ও মহোৎসবের আয়োজন করা হয় পূর্ব বর্ধমানের বর্ধমান দু’ব্লকের জ্যোতিপল্লী এলাকায়। বৃহস্পতিবার ছিল দ্বিতীয় দিন। এদিন এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই সভায় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে নিয়ে বিশেষ আলোকপাত করা হয়।
ধর্মীয় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিধায়ক নিশীথ কুমার মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ সৌভিক পান, বৈকুন্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি, অঞ্চল সভাপতি শেখ আজাদ রহমান, গোঁসাই রিপন পাগল, নমঃশূদ্র পরিষদের চেয়ারম্যান মুকুল বৈরাগ্য সহ আরও অনেকে।
এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে গ্রামের মতুয়া সম্প্রদায়ের মানুষদের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি মহোৎসবকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে বিভিন্ন ছোটখাটো দোকানও বসেছে। এই উৎসবে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা জমায়েত হন। এদিন উদ্যোক্তারা জানান, মতুয়া সম্প্রদায়ের উন্নয়নের কথা ভেবেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য তার কাছে আমরা খুবই কৃতজ্ঞ তিনি এই ভাবে যেন আমাদের পাশে থাকেন।
Social