টুডে নিউজ সার্ভিস, বারাসাতঃ কাজিপাড়ায় মতুয়াদের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার বারাসত চাঁপাডালি মোড় অবরোধ মতুয়া ভক্তদের। শান্তনা নয়, নজিরবিহীন শাস্তি চাই, ধামাচাপা মানবো না, বিচার চাই বিচার চাই এই দাবি নিয়ে বারাসত চাঁপাডালি মোড় অবরোধ করে দেয় অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের ভক্তরা। রীতিমত রাস্তায় বসে পরে চলে এই অবরোধ। অবিলম্বে মতুয়াদের উপর হামলার ঘটনায় অভিযুক্তদের শাস্তি দিতে হবে।
বারাসাত চাঁপাডালি মোড়ে রাস্তায় মতুয়ারা বাজনা বাজিয়ে নাচ শুরু করে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন। এই অবরোধের জেরে ৩৫ নম্বর জাতীয় সড়ক, টাকি রোড সম্পুর্ণ বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে আসে বারাসত থানার পুলিশ।
Social